শনিবার, ২২ মে, ২০১০

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০০৯

আমার দু'কালের রবি

আমার দুকালের রবি
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক
৫ই নভেম্বর,২০০৯।

শ্রদ্ধেয়া আম্মাজান ওমর আফরোজের মৃত্যুবার্ষিকীতে

মা আমার জান্নাত
কী এক পুতপবিত্র স্নিগ্ধতা অভিরাম জ্বলন্ত,
স্বর্গের জ্যোতির সুপ্রভাত
কতদিন রাখেনা মা আমার মাথায় হাত।
এখন আমার আমার কবিতার কালোরাত।

ঐকিক অঙ্কের খাতায় সরল পাতায়
সুদকষার খসড়ায় আমি যখন মগ্ন এক
তখনি ডাক পড়ে মার।
শিম আর মাগুরের ঝোল দিয়ে ভাত খেতে আয়।
ওজিফাতে মগ্ন যখন মায়
আল্লাহের নিরানব্বই নাম নিয়ে
কান পেতে শুনি মায়ের কোলে বসেঃ
‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত’
আমি তখন হয়ে যাই লাশ এক, জীবন্ত।
গায়ের চামড়া দিয়ে জুতো বানালেও দুধের দাম হবেনা শোধ,
আমি এক নির্বোধ,কতই না ঋৃনী।
শোধের উপায়?
নাই। শুধুমাত্র ঐকান্তিক প্রার্থনা বিধাতায়।

মায়ের চোখের মনিতে দেখেছি আমার ছবি
রত্নগর্ভা মা আমার,
আমার দুকালের রবি।
আজ শুধু হাহাকার, বড়ই হাহাকার শুন্যতার।
স্নেহের হাত,মায়ের দোয়া নেই পড়ন্ত বিকেলে
কান্নার রাজ্যে বাস করেন কোন এক স্বভাব কবি,
দিনেরাতে বসে বসে রক্তের পিনকি মেখে
আঁকেন যেনো এক নাঁড়ির টানের ছবি।

সোমবার, ২৬ অক্টোবর, ২০০৯

মেঘনার ভাঙ্গনে

আমার কবিতার কালোরাত

মোহাম্মদ সোহরাব আজিজ

মেঘনার ভাঙ্গনে

নিউ ইয়র্ক,অক্টোবর ২৬,২০০৯

উত্তাল মেঘনার ভয়াল স্রোতে বিলীন বসতবাড়ি,গাছপালা আর জনবসতি,

কত আশায় মানুষ বাঁধে ঘর, স্বপ্নেরা হতাশ এবং বড়ই হতাহত,হৃদয়ে বেদনার হাহাকার।

মেতেছে মেঘনা আজি উন্মত্তলীলায় আবার।

ভয়াবহ ভাঙ্গনে শত শত পরিবার ভিটেমাটিহারা

মাথা গোঁজার ঠাঁই নাই আর আমি বিহ্বল এক দিশেহারা

জেলে দিনমজুর পথের ফকির

কখন থামাবে তোমার উন্মাদনার তান্ডবলীলা ?

মেঘনার ভাঙ্গনের আতঙ্কে দিনকাটায় দিনমজুর

পানির উত্তাল ঢেঊয়ের আঘাতে ও প্রবল স্রোতে গ্রামের পর গ্রাম বিলীন।

পূর্ণিমার জোয়ারের জোতে ভেসে যায় হৃদয়ের মনপূরা

ভাটার স্রোতের তোড়ে দূকুলের মাটি নদীতে মিশে,

ভিটেমাটি হারা ভাঙ্গনের কবলে আমাদের হৃদয়ের ভোলা।

মেঘনার পাড় জুড়ে নীরব কান্না, আমার অন্তরে প্রবল বন্যা,

মেঘনার গর্জনে সবাই তটস্হ,আত্মীয়স্বজন ইতস্ততঃবিক্ষিপ্ত।

মেঘনা আমাগো বেক খাইছে, অহন রইছে পরানডা। এইড়া নিলে বাইচ্চা যাইতাম

পুর্নিমার জোতে পানির তীব্রতা বাড়ে, ভাঙ্গে ধৈর্য্যের বাঁধ

ইলিশার নাদের মিয়ার হাট

প্রাকৃতিক দুর্যোগের কবলেঃ

আমার গ্রাম- গুপ্তগঞ্জ স্বারাজগঞ্জ মহেশখালী দক্ষিনের তালতলা আর তালুকগ্রাম,

নদীতে বিলীন বিরান আমার গ্রাম।

আমার বাড়ি,বিলীন আমার বাড়ি,

মিঝিবাড়ি ইসলামবাড়ি গোলদারবাড়ি সর্দারবাড়ি ঢালিবাড়ি তালুকদারবাড়ি

খাঁখাঁ করে এখন নদীতে বিলীন খাঁবাড়ি

মেঘনার গর্ভে বিলীন আমার হৃদয় নিংড়ানো বাড়ি।

কখন থামবে আবার উত্তাল মাতাল মেঘনার বিশাল বিশাল ঢেউ ?

কখন থামবে আবার উন্মাদিনী মেঘনার বিরহের বিধ্বংসী ফেঊ ?

শনিবার, ২৪ অক্টোবর, ২০০৯

ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পুতুলের নাচ

ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পুতুলের নাচ

আমার কবিতার কালোরাত
মোহাম্মদ সোহরাব আজিজ

ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পু্তুলের নাচ

বউকাটকি বউদির জীবন ভীষন্ন করে তোলে,
বিষ কাটালির বিষে প্রাণ যে বাঁচেনা আর,
বিষকন্যা বুকের রক্ত চুষিয়া খায়।
মাটি করে সোনার স্বপ্ন কেড়ে নেয় প্রাণের প্রাণ,
গায়ে পড়িয়া কোন্দল চালায়।

আচারভ্রষ্টের অনাচারে ঠোঁটকাটারা পেছনের দরজা দিয়ে পালায়,
টাকা খায় টাকা মারে যতোসব ঘুনে পোকায়,
টাকার কুমির ইমারত গড়ে আবার ঢাকায়।
কিল খেয়ে কিল চুরি করে
অনবরত নিরীহ আবাল-বৃদ্ধ -বণিতার জনতায়,

গোকুলের ষাঁড়েরা আজ পাথরে পাঁচ কিল মারে,
পাড়াকুদুলিরা পূণ্য ক্ষয় করে অহরহ,
সুখ নাই এখন আর সংসারে।

ধাপ্পাবাজের থাপ্পর

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০০৯

বেদনার্ত আমি

~Baul Shah Abdul Karim Shoroney~
~Bedonarto Ami~

Mohammad Sohrab Aziz

#1
~Amar Kolija Chiriya Jayrey Bondhu Tomari Bihoney,
Andhar Ghorey Thaktey Hoyrey Moroneri Porey.
~ Bondhu Tomari Bihoney,
Baul Abdul Karim Orey Chaira Gelo Keney Amarey.
~ Bondhu Tomari Bihoney,
Biday Belay Dhaogho Tobo Podhodhuli Ei Birohirey,
~ Bondhu Tomari Bihoney,
Amar Mone Thakbey Baul Karim Jonomeri Torey.
~ Bondhu Tomari Bihoney,

#2
Baul Shomrater Jonno Shrondanjoli~

# Keno Piriti Barailarey Bondhu Cherey Jaiba Jodi~

Karimer Baul Gaan ,
Bhanghey Ebar Koborer Nistobdo Dheyan,
Hobeyna Sesh Eijiboney
Kirti Tomar,
Banglar Acholey Likhecho
Smritir Moromiya Gaan.